টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’ সিনেমাটির। এই প্রথম টরন্টো চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন নির্মাতা।
‘দ্য ফ্যাবেলম্যানস’ তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে স্পিলবার্গের বেড়ে ওঠার ওপর ভিত্তি করে। বাবা-মায়ের সঙ্গে নির্মাতার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটিকে পুরোপুরি বায়োপিক বলা চলে না।
স্টিভেন স্পিলবার্গের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘দ্য ওয়েস্ট সাইড স্টোরি’। ছবিটি অস্কারে সাতটি মনোনয়ন পেয়েছে। আরিয়ানা ডিবোস জিতে নিয়েছেন সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার।
করোনার কারণে পর পর দুই বছর বসেনি টরন্টো চলচ্চিত্র উৎসবের আসর। দুই বছর পর আবারও লাল গালিচায় সশরীরে উপস্থিত থাকবেন হলিউড তারকারা।
টরন্টো চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ৮ সেপ্টেম্বর। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। সূত্র: হলিউড রিপোর্টার
You must be logged in to post a comment.