সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে টম ক্রুজকে মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। জানা গেছে, অভিনেতার পরবর্তী ছবি ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’-এর দৃশ্য এটি।
ভিডিওতে দেখা গেছে টম ক্রুজ এক হাত দিয়ে বাইপ্লেন ধরে ঝুলে আছেন আকাশের মাঝে। দৃশ্যটি ধারণ করা হয়েছে আরেকটি বাইপ্লেন থেকে।
‘টিএমজেড’-এর সূত্রে বলা হয়েছে, ভিডিওটি অনলাইনে কীভাবে ফাঁস হয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে এটি সিনেমার প্রোমোর জন্য ধারণ করা ভিডিও-এর অংশ বিশেষ।
এক মিনিটের এই ভাইরাল ক্লিপটি দেখে চমকে গেছেন ভক্তরা। অনেকেই মনে করছেন এতটা ঝুঁকি নেয়া ঠিক হয়নি তাদের প্রিয় অভিনেতার। আবার অনেকেই টম ক্রুজের সাহসের তারিফে পঞ্চমুখ।
‘মিশন: ইম্পসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’ মুক্তি পাবে ২০২৩ সালে। মারাত্মক সব স্টান্ট আর রোমাঞ্চকর মিশন নিয়ে আসছে ছবিটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
https://twitter.com/i/status/1566729753645776897
You must be logged in to post a comment.