মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘গহীন বালুচর’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘ছিটকিনি’-এ অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই তারকা। সম্প্রতি ১০৫ থেকে ৩৬ কেজি ওজন কমিয়ে আলোচনায় রুনা।
রুনার এই ওজন কমাতে সময় লেগেছে এক বছর। তবে এর পেছনে দীর্ঘ দিনের প্রস্তুতি ছিল বলে জানা যায়। আর ওজন নিয়ন্ত্রণে আনার পরে নতুন আঙ্গিকে নিজেকে তুলে ধরে প্রায়ই ছবি পোস্ট করেন সোশ্যালে। মেদহীন শরীরে ফটোশুটও করছেন তিনি।
সম্প্রতি এই অভিনেত্রী মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন। সেখানে সমুদ্রপাড়ে নীল জলরাশিতে নতুনভাবে মেলে ধরেছেন নিজেকে। সেসবের কিছু ছবি সোশ্যালে পোস্ট করার পরে নজর কেড়েছে নেটিজেনদের।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ফেসবুক ভেরিফাইড হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করে জানান, ছুটির দিনে মালদ্বীপের সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সমুদ্রপাড়ে ‘নো মেকআপ, নো ফিল্টার’ লুকে ছবি তুলেছেন বলেও জানান রুনা।
রুনা সোশ্যালে সক্রিয় থাকায় ভক্ত-অনুরাগীরা তাদের কৌতূহল মিটিয়ে থাকেন। এভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সহজেই যুক্ত থেকে নিজেকে আপডেটও রাখতে পারেন তিনি।
মেদহীন শরীরে ‘নো মেকআপ, নো ফিল্টার’ লুকের ছবিগুলো রিঅ্যাকশনে ভরিয়ে দিয়েছে শুভাকাঙ্ক্ষীরা। মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ১০ হাজারের বেশি লাইক-কমেন্ট পড়েছে ছবিগুলোয়।
এক যুগ আগে ৫৬ কেজি ওজন ছিল অভিনেত্রীর। ২০০৯ সালে বিয়ে হয়। বিয়ের পরের বছর সন্তানও হয়। কিন্তু একপর্যায়ে ওজন দাঁড়ায় ৯৫ কেজিতে।
২০১১ সালে অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যাওয়া ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রুনা খান। কিন্তু ওজন নিয়ন্ত্রণে আসার বিপরীতে বেড়ে দাঁড়ায় ১০৫ কেজিতে।
You must be logged in to post a comment.