সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

ঝড় তুলল ‘কাঙ্গুভা’র দুর্ধর্ষ ট্রেলার

বিনোদন ডেস্ক / ২৭ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৪, ২০২৪
ঝড় তুলল ‘কাঙ্গুভা’র দুর্ধর্ষ ট্রেলার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়ার পরবর্তী সিনেমা— কাঙ্গুভা। ইতোমধ্যে এর বেশ কিছু ঝলক দর্শক মনে উন্মাদনা সৃষ্টি করেছে। সেই উন্মাদনার পালে নতুন করে হাওয়া দিল সদ্য প্রকাশিত ট্রেলার।

ট্রেলার প্রকাশের পর রীতিমতো হুলস্থূল ভারতীয় সিনেমা অঙ্গনে। এরইমধ্যে দেখে ফেলেছে ২৭ মিলিয়ন দর্শক। এই সংখ্যা প্রতি মুর্হূর্তে বাড়ছে। সুতরাং বোঝাই যাচ্ছে এই ছবি ঘিরে তাদের আগ্রহ কতটা!

প্রায় আড়াই মিনিটের ট্রেলার দুর্ধর্ষ সিনেমার আভাসই পাওয়া গেল। দারুণভাবে ফুটে উঠেছে সুরিয়া ও ববি দেওলের দ্বৈরথ। অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে ভিএফক্স—সবকিছু তাক লাগিয়ে দেয়ার মতো।

জানা গেছে, মোট তিন অবতারে দেখা দেবেন সুরিয়া। এর সবগুলোই সমান গুরুত্বপূর্ণ। চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে নিয়ের চেহারা বারংবার ভেঙেছেন তিনি।

এ ছাড়া আর শোনা যাচ্ছে, ‘কাঙ্গুভা’য় নাকি দুই সময়ের গল্প রয়েছে। একটি আদিম যুগের, অন্যটি বর্তমান সময়ের। সময়কাল আলাদা হলেও দুটি গল্পের মথ্যে যোগসূত্র থাকবে। এটিই প্রথম ভারতীয় সিনেমা যেটির যুদ্ধের দৃশ্য শুটিংয়ের সময় দশ হাজার অভিনয়শিল্পী অভিনয় করেছেন।

এতে নামভূমিকায় অভিনয় করেছেন সুরিয়া। আর খলনায়ক উধীরণের চরিত্রে আছেন ববি দেওল। এটাই তার প্রথম দক্ষিণী সিনেমা। এ ছাড়া দেখা যাবে দিশা পাটানিকে।

ছবির পরিচালক শিবা। তিনি ও প্রযোজক জ্ঞানভেল রাজ চেষ্টা করেছেন, সিনেমাটি নির্মাণে উন্নতমানের বিদেশি সব প্রযুক্তি ব্যবহার করতে। যেন ‘কাঙ্গুভা’কে আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবেই পর্দায় দর্শক উপভোগ করতে পারে, সেই প্রচেষ্টায় দেখা গেল ট্রেলারে।

আসছে ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে দেখা যাবে ইতিহাসনির্ভর সিনেমাটি। তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে বলে জানা গেছে। এটি নির্মাণে খরচ হয়েছে ৩০০ কোটি রুপির বেশি। শুটিং শেষ হয়েছে চলতি বছরের শুরুতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান