ঈদুল ফিতরের মতো এবার ঈদুল আজহায়ও ‘ব্যাচেলর’ সিরিজের নাটক আসছে। এবার যেহেতু কুরবানির ঈদ, তাই এবার আসছে “ব্যাচেলর’স কুরবানি”। আর এই নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মনিরা মিঠুকে।
এই অভিনেত্রী “ব্যাচেলর’স কুরবানি’ নাটকের শুটিংয়ের সময় অসুস্থ ছিলেন। সেই অসুস্থতা নিয়েই রাজধানীর উত্তরা থেকে ধানমন্ডি এসে শুটিং করেছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নাটকটিরর শুটিংয়ের সময়ের কয়েকটি ছবি পোস্ট করেন মনিরা মিঠু।
ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, ‘আমার জ্বর তখন ১০৩/১০৪ ডিগ্রি। তারপরও উত্তরা থেকে ধানমন্ডি গিয়ে কাজ শেষ করতে পেরেছিলাম।’ আর নাটকটি ঈদের দিন রাত ৯টায় ইউটিউবে দেখা যাবে বলেও জানিয়েছেন তিনি।
কাজল আরেফিন অমি পরিচালিত “ব্যাচেলর’স কুরবানি” নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ।
You must be logged in to post a comment.