শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন

জোলির সঙ্গী খোঁজার দায়িত্ব নিয়েছেন সালমা হায়েক

ফোরাম প্রতিবেদক / ১৯৯ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৭, ২০২২
জোলির সঙ্গী খোঁজার দায়িত্ব নিয়েছেন সালমা হায়েক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই আছেন জোলি। শোনা যাচ্ছে, তার একাকীত্ব ঘোচানোর জন্য সঙ্গী খোঁজার দায়িত্ব নিয়েছেন সালমা হায়েক।

ওকে ম্যাগাজিনের সূত্রে জানা গেছে মার্ভেলের ‘ইটার্নালস’ ছবির শুটিং এর সময় সালমা হায়েকের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে জোলির। বর্তমানে তারা একসঙ্গে কাজ করছেন ‘উইদাউট ব্লাড’ ছবিতে। ছবিটি প্রযোজনা করছেন অ্যাঞ্জেলিনা জোলি নিজেই।

ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জোলির জন্য উপযুক্তি পাত্র খুঁজছেন সালমা হায়েক। জোলির জন্য কয়েকটি ডেট-এর ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। তাদের মাঝে থেকে জোলি কাউকে বেঁছে নেন কিনা সঙ্গী হিসেবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

২০০৫ সালের ‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে প্রেম করতে দেখা যায় এই দুই হলিউড তারকাকে। সেই সেটেই সত্যি সত্যি প্রেমে পড়েন তারা। এরপর একসঙ্গে থাকা শুরু করেন। সন্তানদের অনুরোধে ২০১৪ সালের আগস্টে রাজকীয়ভাবে বিয়েটাও সেরে ফেলেন। এরপর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি। সূত্র: কইমই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান