‘জোকার টু’-এর নতুন পোস্টার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স। তবে ভক্তরা অপেক্ষায় আছে ট্রেলারের। কবে আসবে বহু প্রতীক্ষিত ট্রেলার, সেই বিষয়েও জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
প্রকাশিত নতুন পোস্টারে ক্লাসিক বলরুমে আর্থার ফ্লেককে হার্লে কুইনের সঙ্গে নাচতে দেখা গেছে। তাদের দুজনের পোশাক ছিল ফরমাল। জোয়াকিনকে দেখা গেছে কালো টাক্সেডোতে, লেডি গাগাকে সাদা পোশাকে। তারা দুজনেই ছিলেন ক্লাউন মেকআপে।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ শেয়ার করা পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, “পৃথিবী একটি মঞ্চ। ‘জোকার : ফোলি এ ডিউক্স’-এর টিজার প্রকাশ পাবে ৯ এপ্রিল।”
গতবারের মতো ‘জোকার : ফোলি এ ডিউক্স’ ছবিতেও জোয়াকিন ফিনিক্স থাকছেন আর্থার ফ্লেক চরিত্রে। জোয়াকিন ও লেডি গাগা ছাড়াও থাকছেন ব্রেন্ডন গ্লিসন ও ক্যাথেরিন কিনার।
‘জোকার’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ২ অক্টোবর। এই ছবির জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন জোয়াকিন ফিনিক্স। ছবিটি পুরো বিশ্বের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল।
টোড ফিলিপস পরিচালিত ‘জোকার : ফোলি এ ডিউক্স’ মুক্তি পাবে ২০২৪ সালের ৯ অক্টোবর। সূত্র: হিন্দুস্তান টাইমস
You must be logged in to post a comment.