মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

জেলেনস্কির বাসভবনে অস্কারজয়ী নাটু নাটুর শুটিং হয়

ফোরাম প্রতিবেদক / ২৪২ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৩, ২০২৩
জেলেনস্কির বাসভবনে অস্কারজয়ী নাটু নাটুর শুটিং হয়
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিশ্বমঞ্চে জয়জয়কার ‘নাটু নাটু’র। ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ আগেই জিতেছিল ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। এবার সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতল ভারতীয় গানটি। এই গানের নেপথ্য কাহিনি অনেকেরই অজানা।

ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ‘আরআরআর’ ছবির বিখ্যাত এই গানের শুটিং হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাসভবনে। কিন্তু কীভাবে পেলেন সেখানেই শুটিংয়ের অনুমতি?

পিছনে রাজকীয় প্রাসাদ, সামনে সবুজ ঘাসের গালিচা। বিরাট সেই বাগানে নাচছেন জুনিয়র এনটিআর ও রামচরণ। রাজকীয় ওই প্রাসাদ দেখে অনেকেরই মনে হয়েছিল, এ তো ভারতের কোনও জায়গা নয়। একেবারেই ঠিক ধারণা।

জেলেনস্কির বাসভবনে অস্কারজয়ী নাটু নাটুর শুটিং হয়

এটা ইউক্রেনে প্রেসিডেন্টের বাড়ি। যদিও এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দেশের একটি বড় অংশ। তবে যুদ্ধ শুরুর ক’দিন আগেই শুটিং করার অনুমতি পায় এস এস রাজামৌলির টিম। ২০২১ সালে কিভের মেরেনস্কি প্যালেস মানে প্রেসিডেন্টের বাসভবনে শুটিং করা অনুমতি মেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কারণেই। ইউক্রেনের প্রেসিডেন্ট রাজনীতিতে আসার আগে পেশাগত অভিনেতা ছিলেন। সেই কারণে ভারতীয় ছবির শুটিংয়ের প্রস্তাব ফেরাননি জেলেনস্কি।

‘আরআরআর’-এর টিম শ্যুটিং সেরে ফেরার পরই বদলে যায় দেশটির চিত্র। শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকেই প্রেসিডেন্টের বাড়ি ও তার পাশ্বর্বতী এলাকা পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান