মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থানের স্মৃতি পুনঃসৃজনে ‘লাল মজলুম’

বিনোদন প্রতিবেদক / ৩৩ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১৫, ২০২৪
জুলাই অভ্যুত্থানের স্মৃতি পুনঃসৃজনে ‘লাল মজলুম’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতিসহ এই জনপদের ইতিহাসের বিভিন্ন বাঁকে সংঘটিত গণঅভ্যুত্থানকে এক সুতোয় গেঁথে পুনঃসৃজন করতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে রাজপথ-গণপরিবেশনা ‘লাল মজলুম’, যা কিনা গণঅর্থায়নে নির্মিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মসজিদ ও চারুকলার সামনে দিয়ে শাহবাগে একটি গণঅধিবেশনের মধ্যদিয়ে পরিবেশনাটি শেষ হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাবি টিএসসির টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন গণপরিবেশনার নির্দেশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান।

সংবাদ সম্মেলনে গণপরিবেশনার মূল ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘লাল মজলুম গণঅর্থায়নে নির্মিত একটি রাজপথ-গণপরিবেশনা। একদিকে তা যেমন শিক্ষার্থী-শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতিকে পুনঃসৃজন করে, তেমনি এই জনপদে ইতিহাসের বিভিন্ন বাঁকে সংঘঠিত গণঅভ্যুত্থানকেও একসূত্রে গ্রথিত করে।’

তিনি জানান, রাস্তায় সংঘটিত মিছিল ও গণপরিসরে উপস্থাপিত বিভিন্ন শিল্পকর্ম যেমন পথনাটক, পোস্টারনাটক, ইনস্টলেশন ও পারফরম্যান্স আর্টের ভাষা প্রয়োগ করা হয়েছে এই উন্মুক্ত নাট্য পরিবেশনায়। লিখিত সাহিত্য ব্যবহার করা হলেও তাৎক্ষণিক উদ্ভাবন প্রক্রিয়া অনুসরণ করে শরীর, সময় ও স্থানের সম্পর্কের ভিত্তিতে এই পরিবেশনার অ্যাকশন, ডায়লগ ও স্পেস ডিজাইন করা হয়েছে। এই গণপরিবেশনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ‘হ্যাপেনিং’ স্বভাব।

জানা গেছে, এ পরিবেশনায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণতন্ত্রকামী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পী ও সংগঠকদের অভিনয়সহ বিভিন্ন স্তরের মানুষেরা অংশ নিয়েছেন। এই ব্যতিক্রমী এপিকধর্মী রাজপথ-গণপরিবেশনা বস্তুত কল্পনা ও সৃজনশীলতা নির্ভর সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে, কর্তৃত্ববাদের বিপরীতে, বাংলাদেশের নয়া রাজনৈতিক বন্দোবস্ত সংক্রান্ত নিপীড়িতের বাসনাকে নান্দনিক-সাংস্কৃতিক বয়ান আকারে নির্মাণের প্রচেষ্টা চালাতে চায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণপরিবেশনার সহযোগী নির্দেশক রাগীব নাঈম, সাখাওয়াত ফাহাদ, আশরাফুল ইসলাম সায়ান, সাংস্কৃতিক ও রাজনৈতিককর্মী রহমান মফিজ, বিথী ঘোষ, বাকি বিল্লাহ ও কৌশিক আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান