সপ্তাহখানেক আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’র জুরি বোর্ড পুনর্গঠিত হয়। যেখানে সদস্য হিসেবে রয়েছেন ইলিয়াস কাঞ্চন, অপি করিম, নাজমুন মুনিরা ন্যান্সী, জাহিদুর রহিম অঞ্জন, বরকত হোসেন ও প্রিন্স মাহমুদ। তবে এই বোর্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চন।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি নিজেই। অভিনেতা বলেন, ‘আপনারা জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে। এটার সময়ও কম। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা সময় সাপেক্ষ বিষয়। বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তাই এই পদ থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারব না, সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে।’
গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে ‘জুরি বোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। এতে সদস্যসচিব হিসেবে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে।
এ ছাড়াও সদস্য হিসেবে জুরি বোর্ডে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন।
প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
You must be logged in to post a comment.