বিনোদন ডেস্ক: ‘ট্রিপল আর’ সিনেমার সাফল্যের পর পারিশ্রমিক বাড়িয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রতি সিনেমার জন্য ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি ২১ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন জুনিয়র এনটিআর। তবে ‘ওয়ার টু’ সিনেমাতে ৩০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হচ্ছে তাকে।
প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস নির্মাণ করছে ‘ওয়ার টু’। সিনেমাটিতে হৃতিকের সঙ্গে পর্দায় হাজির হবেন এনটিআর জুনিয়র। আয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।
তা ছাড়াও বর্তমানে জুনিয়র এনটিআরের হাতে বড় বড় আরো দুটি সিনেমার কাজ রয়েছে। তার একটি ‘এনটিআর ৩০’। এটি পরিচালনা করছেন কোরাতলা শিবা। ‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে আরেকটি সিনেমায় কাজ করছেন জুনিয়র এনটিআর।
You must be logged in to post a comment.