মাথায় হ্যাট। পরনে লাল রঙের শাড়ি, গায়ে হাতাকাটা আকাশি রঙের ব্লাউজ। কাঁধে ঝোলা ব্যাগ। চোখে-মুখে লেগে আছে উচ্ছলতা। দুই হাতে জুতা। ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে।
ছবিটি ফেসবুকে পোস্ট করার পর নেটিজেনরা স্বস্তিকা মুখার্জির রূপের প্রশংসা করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, জুতা হাতে কেন দাঁড়িয়ে আছেন স্বস্তিকা? একটু খেয়াল করলেই এ প্রশ্নের উত্তর পাওয়া যায় এ ছবির ক্যাপশনে।
অভিনেত্রী সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘মায়েরা যেটা সবথেকে ভালো করতে পারে, সেটাই করছি। সঙ্গে থাকা এই বোঁচকা ব্যাগে গোটা সংসার নিয়ে চলছি। আর হাতে চপ্পল নিয়ে ঘুরছি, যাতে অনুষ্ঠানের পর মেয়ে পরতে পারে। হিল আসলে সাময়িক ব্যবহার করার জন্যই।’
মেয়ে অন্বেষা সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে। আর সেই প্রেক্ষিতেই মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত থাকতে ব্রিটেনে উড়ে গিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আর সেখানে গিয়েই রাজপথে জুতা হাতে ঘুরতে দেখা গেল অভিনেত্রীকে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে জনপ্রিয় কলকাতার রবীন্দ্রসংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। ছোট শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা।
You must be logged in to post a comment.