মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

জুতা ছুড়ে মারা হয়েছে থালাপতি বিজয়ের মুখে

বিনোদন ডেস্ক / ১৪৩ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৩
জুতা ছুড়ে মারা হয়েছে থালাপতি বিজয়ের মুখে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। সদ্য প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অভিনেতার দিকে লক্ষ্য করে একটি জুতা ছুড়ে মারা হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটছিলেন অভিনেতা বিজয়। হঠাৎ একটা জুতা অভিনেতার দিকে ছোড়া হয়, যা তাঁর মুখে আঘাত করে। জুতাটি বিজয়ের মাথা ছুঁয়ে বের হয়ে যাবার পর বিজয় আর পিছনের দিকে ফিরে তাকাননি। তবে কেন থালাপতি বিজয়কে টার্গেট করা হয়েছিল, তা স্পষ্ট নয়।

তবে বিজয় ভক্তরা এই ঘটনায় অভিনেতা অজিত ভক্তদের দিকেই সন্দেহের আঙুল তুলছেন। এর আগে অভিনেতা বিজয় এবং অজিতের অনুরাগীরা নিজেদের মধ্যে বহুবার সংঘর্ষে লিপ্ত হয়েছেন, তবে সেসব সামাজিক মাধ্যমে। এই ধরনের কর্মকাণ্ডের শিকার হতে হবে, তা অনুমান করেননি কেউই।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আইল্যান্ড গ্রাউন্ডে। সেখানেই অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষশ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন অভিনেতা থালাপতি বিজয়।

সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এমনকি অভিনেতা অজিতের ফ্যান ক্লাবের পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

https://twitter.com/i/status/1740626989462217094

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান