অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সক্রিয় শরাফ আহমেদ জীবন। তাঁর পরিচালনায় ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘হাওয়াই মিঠাই’, ‘আবার তোরা সাহেব হ’সহ বহু নাটক পেয়েছে দর্শকপ্রিয়তা। এবার আসছে এই অভিনেতা-নির্মাতার প্রথম ছবি ‘চক্কর ৩০২’। এর মাধ্যমেই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক ঘটছে তাঁর। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার!
তবে সেখানে রহস্য জিইয়ে রেখেছেন নির্মাতা। প্রকাশিত পোস্টারে দেখা যায়, ব্ল্যাক শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। চারপাশটা ঘূর্ণায়মান, যেন এক গোলকধাঁধা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জীবন লিখেছেন, ‘‘যেকোনো ঘটনার সাথে ‘প্রথম’ শব্দটা জুড়ে দিলেই তার মধ্যে কেমন যেন আলাদা অনুভূতি চলে আসে! এই অনুভূতি কথায় বা লেখায় প্রকাশ করা কঠিন! সেটা প্রথম প্রেম কিংবা প্রথম বাবা হওয়ার মতো! প্রথম সিনেমার প্রথম ক্যাম্পেইন আপলোড করতে গিয়ে ঠিক সেরকম অনুভূতি হচ্ছে। বুক ধড়ফড় করছে, মনের গভীরে খুব কান্না আসছে। তবে এই অনুভূতি আনন্দের! আমাদের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’-এর জন্যে আপনাদের ভালোবাসা প্রত্যাশা।’’
তবে প্রকাশিত পোস্টারে কাকে দেখা যাচ্ছে, নেটিজেনদের কাছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন লোকটি আফরান নিশো, আবার কেউ বলছেন চঞ্চল চৌধুরী, কেউ-বা জিয়াউল হক পলাশের কথা বলছেন। অনেকেই আবার ভাবছেন নির্মাতা জীবন নিজেই এই অভিনেতা!
এদিকে, ‘চক্কর’ পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা মোশাররফ করিম। তাই অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। ধারণা করা হচ্ছে, জীবনের ওই পোস্টারের অভিনেতা মোশাররফই। তিনিই থাকছেন এই সিনেমায়। যদিও এ বিষয়ে এখনও জীবন কিছু প্রকাশ করতে নারাজ। ধীরে ধীরেই সব কিছু জানাতে চাইছেন দর্শকদের।
পোস্টারটি শেয়ার করে মোশাররফ করিম লিখেছেন, ‘জীবনের গল্পটা কি সরল, নাকি একটা গোলকধাঁধা? পাশের লোকটা কি বন্ধু নাকি অপরিচিত? আয়নায় যাকে দেখা যাচ্ছে সেটা তো তুমি? নাকি?’
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘চক্কর ৩০২’। এতে অভিনয়শিল্পী কারা, সেটা এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতা শরাফ আহমেদ জীবন। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
You must be logged in to post a comment.