সাইফ আলি খান বৃহস্পতিবার ভোররাতে মুম্বইয়ে তাঁর বান্দ্রার বাসভবনে ছুরিকাহত হন। হাত, কাঁধ এবং পিঠের ছ-জায়গায় গভীর আঘাত লাগে তাঁর। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। জানা গিয়েছে, দুষ্কৃতী হামলার পরে প্রবল রক্তক্ষরণ হচ্ছিল ছোটে নবাবের। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের আপডেট জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে রয়েছেন সাইফ আলি খান। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি বিপদসীমার বাইরে। কিন্তু মায়ের মনে সন্তানদের জন্য দুশ্চিন্তা কখনও কমে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেকে দেখতে হাসপাতালে পৌঁছলেন শর্মিলা ঠাকুর।
বৃহস্পতিবার সকাল থেকেই লীলাবতী হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। পরিবারের সদস্যেরা ছাড়াও, সাইফকে দেখতে গিয়েছিলেন শাহরুখ খান, রণবীর কপূর। সন্ধ্যায় হাসপাতালের সামনে সাদা গাড়ি থেকে নামতে দেখা যায় শর্মিলা ঠাকুরকে। শর্মিলা ঠাকুরের পরনে ছিল সাদা সালোয়ার-কামিজ। গায়ে জড়ানো ছিল কালো শাল। তবে গাড়ি থেকে নেমেই সরাসরি হাসপাতালের ভেতরে চলে যান বর্ষীয়ান অভিনেত্রী।
You must be logged in to post a comment.