‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তির পর দারুণ আলোচনায় থাকা চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘মানুষ’ শিরোনামে এই সিনেমায় মিমের নায়ক ওপার বাংলার জনপ্রিয় তারকা জিৎ। সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের ছোট পর্দার নির্মাতা সঞ্জয় সমদ্দার, এটি এ পরিচালকের প্রথম সিনেমা।
নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে মিম জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরেই কাজটি নিয়ে কথা হচ্ছিল। গল্প, চরিত্র পছন্দ হয়। একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। ভালো কিছু হবে।’
‘মানুষ’ সিনেমাতে মিমের চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আজ থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হচ্ছে, প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে আট দিন হবে। জিৎ, মিম ছাড়াও সিনেমাতে আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ।
গেল ৩০ নভেম্বর নিজের জন্মদিনে ‘মানুষ’ সিনেমার ঘোষণা দেয় নায়কের নিজস্ব প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।
এর আগে কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়ার’ সিনেমাও জিতের বিপরীতে দেখা গেছে মিমকে। এটি কলকাতায় তাঁর দ্বিতীয় সিনেমা।
You must be logged in to post a comment.