আমেরিকান পপ তারকা জাস্টিন বিবার ও স্ত্রী হেইলির বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছে। তাও আবার নতুন বছরের শুরুতেই। শোনা যাচ্ছে, আমেরিকান এই পপ তারকার বিবারের সম্পর্কে ফাটল ধরেছে। তবে, তারা নিজেরা এখনো প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
২০১০ সালে প্রথম স্ত্রীর সাথে ইতি টেনে ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন। যদিও এত দিন খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি। সম্প্রতি, অবশ্য সব জানাজানি হয়ে যায়।
জাস্টিন-হেইলির দাম্পত্যের বয়স পাঁচ পেরিয়েছে। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তার একাধিক ছবি পোস্ট করেছিলেন হেইলি। কিন্তু সম্প্রতি, অনুরাগীরা লক্ষ্য করেছেন স্বামীর সঙ্গে বেশির ভাগ ছবিই তিনি মুছে দিয়েছেন। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। এর পেছনে কারণ হিসেবে অনুরাগীদের একাংশের দাবি, দুজনের সম্পর্কের অবনতি ঘটেছে। তাহলে কি জাস্টিন ও হেইলি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন?
২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জাস্টিন। পপ তারকার মুখের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করতে হয় একাধিক কনসার্ট। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন।
সেই প্রসঙ্গ তুলে এক নেটিজেন লিখেছেন, ‘জাস্টিনের খারাপ সময়ে আপনি ওর সঙ্গে থেকে ওকে ব্যবহার করেছেন। আপনি কি ওকে সুখী দেখতে চান না?’
সেলেনা গোমেজের সাথে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবারের।
You must be logged in to post a comment.