শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

জার্মানিকে ২-১ গোলে হারাল জাপান

ফোরাম প্রতিবেদক / ৯৬ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৩, ২০২২
জার্মানিকে ২-১ গোলে হারাল জাপান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে চমকে দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে জাপান। বুধবার (২৩শে নভেম্বর) কাতারের খলিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পেয়েছে জাপান।

‘ই’ গ্রুপের খেলায় শুরুতেই নিয়ন্ত্রণ নেয় জার্মানি। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে জাপানের রক্ষণকে। তবে বারবার তাদেও আক্রমণ রুখে দিচ্ছিল জাপান। ৩২ মিনিটে ডেভিড রাউমকে ফাউল করেছিলেন জাপানের গোলরক্ষক সুইচি গন্ধা। তাতে পেনাল্টি পেয়ে যায় জার্মানি। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইলকায় গুন্ডোগান।

পেনাল্টিতে গোল করার চার মিনিট আগে বক্সের মাথা থেকে জোরালো শট নিয়েছিলেন গুন্ডোগান; কিন্তু বল সোজা চলে যায় জাপানি গোলরক্ষক সুইচি গন্ধার হাতে। প্রথমার্ধের ইনজুরি সময়ে দ্বিতীয়বার জাপানের জালে বল পাঠিয়েছিলেন জার্মানির কাই হাভার্টজ। কিন্তু জাপানিরা অফসাইডের দাবি তুললে ভিএআরের মাধ্যমে তা পরীক্ষা করেন রেফারি। হার্ভার্টজ অফসাইডে থাকায় গোলটি বাতিল করা হয়।

বিরতির পর মাঠে ফিরে আক্রমণের ধার বাড়ায় এশিয়ার টাইগাররা। একের পর এক আক্রমণের সুফল মেলে ৭৫তম মিনিটে। রিটসু দুয়ানের দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে জাপান।

এর আট মিনিট পর চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দিয়ে এগিয়ে যায় জাপান। তাকুমা আসানুর চোখ ধাধানো গোলে উচ্ছ্বাসে মাতে জাপান। বাকি সময়ে জার্মানি বারবার চেষ্টা করেও আদায় করতে পারেনি গোল। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান