ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন চলছে এখন। নাটকটি গল্প ও নানা চরিত্রের কারণে জনপ্রিয়তায় ক্রমশ যেন এগিয়েই যাচ্ছে। চতুর্থ সিজনের প্রতিটি পর্ব আগের সিজনগুলোকে অতিক্র করছে সোশ্যাল ও ইউটিউবে। দর্শকরাও ব্যাপক প্রশংসা করছেন নির্মাতা ও অভিনেতাশিল্পীদের।
গত ২৮ নভেম্বর সোশ্যালে নাটকটির একটি দৃশ্যের ছবি পোস্ট করেন নির্মাতা কাজল আরেফিন অমি। ছবিতে দেখা যায়, নাটকে ‘লগে আছি ডটকম’-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চু গ্রেপ্তার হয়েছেন। ছবিটি পোস্টের কিছুক্ষণ পরই সরগরম হয়ে উঠে সোশ্যাল। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নাটকপ্রেমিরা নাটকে এমন দৃশ্যে দেখে নানা মন্তব্যও করেন প্রিয় তারকাকে নিয়ে।
নির্মাতা অমি সেই সময় ছবিটি সোশ্যালে পোস্ট করে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গল্পের প্রয়োজনে তৈরি করা হয়েছে চরিত্রটি। এলাকার বড় ভাই বাচ্চু কোটি কোটি টাকার অর্ডার নেয় ‘লগে আছি ডটকম’ থেকে। কিন্তু সেই অর্ডারের পণ্যগুলো ঠিকমত দিচ্ছে না। এ কারণে তার বিরুদ্ধে মামলা করে গ্রাহকরা। সেই মামলায় গ্রেপ্তার করা হয় বাচ্চুকে। নাটকে শুভ ও হাবু টাকা বিনিয়োগ করে ‘লগে আছি ডটকম’-এ। কিন্তু একটা সময় ধরা খায় তারা। তবে শেষ পর্যন্ত কী হবে তা জানার জন্য নাটকটি দেখতে হবে দর্শকদের।
এদিকে ‘লগে আছি ডটকম’-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চুও ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন ছবিটি। ক্যাপশনে তিনি লেখেন, ‘ডোন্ট ওরি। খুব শিগগিরই জামিনে বের হয়ে যাব।’
অভিনেতার কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে চ্যানেল 24 অনলাইন’কে তিনি বলেন, পরিচালক কাজল আরেফিন অমি দর্শকদের টুইস্ট দিতে পোস্ট করেছেন ছবিটি। আর আমি ফেসবুকে যা লিখেছি তার বেশি এখন বলতে পারছি না। এটা পরিচালকই ভালো জানেন। তবে দর্শকরা মজা পাবেন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন দর্শকরা।
সম্প্রতিই কাতার বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এই নির্মাতা ‘ব্যাচেলরস ফুটবল’ নাটক নির্মাণ করেন। যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের খেলার আয়োজনের সব খরচ বহন করেন ‘লগে আছি ডটকম’-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চু।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের চতুর্থ সিজনে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল প্রমুখ।
You must be logged in to post a comment.