সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় থাকেন, উরফি জাভেদ নামটার সঙ্গে তারা সকলেই অল্প বিস্তর পরিচিত। সুন্দর জামাকাপড়, ফ্যাশনের দৌলতে জনপ্রিয় তো অনেকেই হয়। কিন্তু উদ্ভট ফ্যাশন দেখিয়ে খ্যাতি পাওয়া কিন্তু সহজ নয়। সেটাই করে দেখিয়েছেন উরফি। এক দুবার নয়, প্রায় প্রতিদিন মাথা খাটিয়ে বিদঘুটে সব পোশাক ডিজাইন করেন তিনি নিজেই।
লাইগারের ব্যর্থতা ভুলতে ইতালিতে ছুটি কাটাচ্ছেন অনন্যা পাণ্ডে
সাহসী পোশাক পছন্দের জন্য আগে থেকেই বেশ পরিচিত ছিলেন উরফি। তাঁর জনপ্রিয়তা বাড়ে ‘বিগ বস’ এর ঘর থেকে বেরোনোর পর। ছেঁড়াফাটা পোশাক পরার জন্য অনেকেই উরফিকে ‘কিপটে’ তকমা দিয়েছেন। কিন্তু অনেকেই জানেন না, তিনি এক সময়ে সত্যিই অন্যদের থেকে পোশাক চেয়ে পরতেন। দীর্ঘদিন ধরে দেনায় ডুবে ছিলেন উরফি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, দীর্ঘ আট বছর ধরে গলা পর্যন্ত দেনায় ডুবে ছিলেন তিনি। জনপ্রিয়তা এবং সাফল্য পেতে বিগ বসে প্রবেশ করতেই হত উরফিকে। কিন্তু তাঁর আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বিগ বসে ঢোকার মতো টাকাপয়সা ছিল না তাঁর কাছে। কোনো রকমে যাও বা ঢুকেছিলেন, মাত্র এক সপ্তাহ মতো টিকতে পেরেছিলেন উরফি।
উল্টোপাল্টা কথা বললে ছবি তুলতে দেব না : উরফি
তিনি আরো জানান, যে কটা পোশাক তিনি পরেছিলেন শো তে সবকটাই অন্যের থেকে ধার করা। মাত্র এক সপ্তাহ থাকায় তেমন টাকাও পাননি উরফি। তবে বিগ বস থেকে বেরোনোর পর তাঁর জীবন বদলে যায়। গুঞ্জন শোনা যায়, তাঁর ছবি তোলার জন্য মিডিয়াকে নাকি টাকা খাওয়ান উরফি। কিন্তু তিনি হেসেই উড়িয়ে দিয়েছেন এ অভিযোগ। এখনো নাকি তাঁর কাছে অত টাকা নেই।
You must be logged in to post a comment.