পর্দা উঠেছে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের। বাংলাদেশ সময় গত ১৩ মে রাত ১১টা ১৫ মিনিটে ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে এই আসর শুরু হয়েছে।
এ আসরে অংশ নিতে এরইমধ্যে কান সমুদ্রসৈকতে পৌঁছে গেছেন বিশ্বের অনেক সিনেমাপ্রেমীরা। বিভিন্ন দেশের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা বসেছে এই চলচ্চিত্র উৎসবে। চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসর নিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশের শোবিজ তারকা ও দর্শকদেরও আগ্রহ দেখা যায়। বরাবরের মতো এবারও কমতি নেই কৌতূহলের।
এবারের আসরে অংশ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। আর অংশ নিয়ে বাঙালি সাজে উপস্থিত অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক-পরিচালক, সাংবাদিককের তাক লাগিয়েছেন লাস্যময়ী সুন্দরী এ নায়িকা।
লাল-কালো রঙের বাঙালির ঐতিহ্যবাহী জামদানি, লাল ব্লাউজ, হাতে কালো ঘড়ি, খোলা চুল আর হালকা মেকআপে মানানসই গয়নায় অসাধারণভাবে নিজেকে মেলে ধরেছেন ‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এ নায়িকা। কান চলচ্চিত্রের এই মহোৎসবে অংশ নিয়ে নামিদামি সব পরিচালক-প্রযোজকদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
প্রসঙ্গত, এবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তাকে সম্মানসূচত পাম দর প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮ মে অভিনেত্রী নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ সম্মাননা প্রদান করা হবে।
এছাড়া উদ্বোধনী সিনেমা হিসেবে অ্যামেলি বনিনের ‘লিভ ওয়ান ডে’ দেখানো হয়। অ্যামেলি বনিন ক্যারিয়ারের প্রথম সিনেমার মাধ্যমেই শিল্পের নতুন ধারা প্রতিষ্ঠা করার সক্ষমতা প্রমাণ করেছেন।
এবারের আসরে কানের জুরি টিমে রয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন আট সদস্য। এবারের চমক পায়েল কাপাডিয়া। আরও থাকবেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, দক্ষিণী কোরীয় নির্মাতা হং সাং-সু, কঙ্গোর নির্মাতা দিওদো হামাদি, মেক্সিকোর নির্মাতা কার্লোস ইয়োয়াজ, ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরভাকের, মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং ও ফরাসি-মরোক্কান লেখক ও সাংবাদিক লেইলা স্লিমানি।
You must be logged in to post a comment.