সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় তারপর বিয়ে। ২০২১ সালে তাসনুভা তাবাসসুমকে বিয়ে করেন অভিনেতা নিলয় আলমগীর। কিন্তু আবার বিয়ে করে সংবাদ শিরোনামে এই অভিনেতা।
এবার নিলয় বিয়ে করেছেন জাপানের এক মেয়েকে। আর সেই জাপানী মেয়েটি আর কেউ নন, তিনি বাংলাদেশের নাটকপাড়ার নিয়মিত মুখ সাফা কবির।
বাস্তবে নয়, সাফা কবিরকে ‘জাপানী বউ’ নাটকে বিয়ে করেছেন নিলয়। আর নাটকটিতে জাপানী বউ চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। আর কমেডি ধারার নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ইমরাউল রাফাত।
ভিন্নধর্মী এই গল্পটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী নাটক সংশ্লিষ্টরা। গত ১০ নভেম্বর নাটকটি সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।
You must be logged in to post a comment.