‘আশিকি ২’তে অভিনয়ের সময় শোনা গিয়েছিল এ ছবির নায়ক আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা কাপুর। আবার সেই সম্পর্ক ইতিমধ্যে ভেঙেও গেছে। এবার মাসখানেক ধরেই এই বলিউড নায়িকার ব্যক্তিজীবন ঘিরে নানা গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমে খবর, আবারও প্রেমে মজেছেন শ্রদ্ধা। প্রেমিক তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর চিত্রনাট্যকার রাহুল মোদি।
মুম্বাইয়ের নানা জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাঁদের। শ্রদ্ধা-রাহুলের ঘনিষ্ঠমহল জানান, তু ঝুটি ম্যায় মক্কার ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই একে-অপরের কাছাকাছি চলে এসেছেন এই দুই তারকা। এমনকি এতে নাকি নায়িকার পরিবারেরও সম্মতি রয়েছে।
তবে যতই কানাঘুষা শোনা যাক না কেন, শ্রদ্ধা কিংবা রাহুলের কেউই এখন পর্যন্ত তাঁদের এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটা কথাও বলেননি। দুজনেই তাঁদের ব্যক্তিজীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে চাইছেন ভীষণভাবে।
সূত্রের মাধ্যমে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই মুহূর্তে শ্রদ্ধা-রাহুল দুজনেই তাঁদের সম্পর্ক আড়ালে রাখতে চাইছেন। একসঙ্গে ফটো তোলা হোক—চাইছেন না তাঁরা। তবে যেকোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
প্রসঙ্গত, এর আগে ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রদ্ধা কাপুর। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তারও বহু আগে শোনা গিয়েছিল অভিনেতা-নির্মাতা-গায়ক ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। যদিও ডিভোর্সি ফারহানের সঙ্গে সম্পর্ক নিয়ে নাকি তীব্র আপত্তি ছিল শ্রদ্ধার বাবা শক্তি কাপুরের। যদিও এ কথা স্বীকার করেননি শ্রদ্ধা কিংবা ফারহান।
You must be logged in to post a comment.