করোনা আবহ পেরিয়ে দীর্ঘ দু’বছর পর ভারতে জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর শুক্রবার সকালে জানিয়েছিলেন যে, জুরি সদস্যরা তাঁদের প্রতিবেদন মন্ত্রকের কাছে হস্তান্তর করার পরে সন্ধ্যায় পুরস্কারগুলি ঘোষণা করা হবে। সেই মতো খবর প্রকাশ্যে আসছে।
পার্শ্বচরিত্রে কারা সেরা?
মালয়ালম ছবি ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’-এর জন্য সেরা সহ-অভিনেতা নির্বাচিত হয়েছেন বিজু মেনন। অন্য দিকে লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলী তাঁর তামিল ছবির জন্য জিতে নিলেন সেরা সহ-অভিনেত্রীর তকমা।
সেরা পরিচালক
মরণোত্তর সেরা পরিচালকের শিরোপা পেলেন মালয়ালম পরিচালক সচ্চিদানন্দ কে আর। ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’ ছবির জন্য এই বিশেষ সম্মান।
সেরা অভিনেত্রী
দক্ষিণী ছবি ‘সুরারাই পোত্রু’-র অভিনেত্রী অপর্ণা বালামুরালি সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।
সেরা ছবির নাম
বিচারকদের পছন্দে সেরা ছবি ‘সুরারাই পোত্রু’। সেরা জনপ্রিয় ছবি ‘তনহাজী’।
সেরা হিন্দি ছবি ‘জুনিয়র তুলসীদাস’
সেরা হিন্দি ছবির তকমা পেল ‘জুনিয়র তুলসীদাস’। এ ছবির শিশু-অভিনেতা বরুণ বুদ্ধদেব বিশেষ বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়েছে।
সেরা অভিনেতা দু’জন
সেরা অভিনেতা নির্বাচিত হলেন অজয় দেবগণ এবং দক্ষিণী তারকা সুরিয়া।
সেরা বাংলা ছবি অভিযাত্রিক
২০২২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা বাংলা ছবির শিরোপা পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’। বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপরাজিত উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবি বিচারকদের মন জিতে নিয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়।
You must be logged in to post a comment.