মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কাঁদলেন রোনালদো

ফোরাম প্রতিবেদক / ৯৫ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৫, ২০২২
জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কাঁদলেন রোনালদো
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কাতার বিশ্বকাপই সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বৈশ্বিক টুর্নামেন্ট। ফলে ঘানার বিপক্ষে খেলতে নামার আগে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কেঁদে ফেলেন সিআরসেভেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ম্যাচ শুরুর আগে পর্তুগালের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ছলছল করে ওঠে রোনালদোর চোখ। তার স্মরণীয় মুহূর্তটা জুম করে দেখান ক্যামেরাম্যানরা। সেসসময় স্পষ্ট বোঝা যাচ্ছিল, অনেক কষ্টে আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনি। তবু পুরোপুরি পারছেন না।

এ ম্যাচে পর্তুগিজ অধিনায়ক ছিলেন রোনালদো। ফলে সবার আগে এগিয়ে আসেন তিনি। তার পিছু পিছু আসে বাকি ফুটবলাররা। সেসময় ইস্পাত কঠিন দেখায় সিআরসেভেনের মুখ। ভালো কিছু করার প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।

জাতীয় সঙ্গীতের সময় রোনালদোর চোখে পানি এসে যায়। তবে পেশাদার ফুটবলার তিনি। ফলে পরক্ষণেই নিজেকে সামলে নেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

বিশ্বকাপে সূচনাটাও দারুণ করেছে পর্তুগাল। ঘানাকে ৩-২ গোলে মিশন শুরু করেছে রোনালদো বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান