মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

জাতীয় পুরস্কার প্রথমবার পেলেন আলিয়া-কৃতি, আল্লু অর্জুন

ফোরাম প্রতিবেদক / ৯৬ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৪, ২০২৩
জাতীয় পুরস্কার প্রথমবার পেলেন আলিয়া-কৃতি, আল্লু অর্জুন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতীয় চলচ্চিত্রের সেরা ও সর্বোচ্চ সম্মাননা ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা ঘোষণা করা হয়েছে। যেখানে সেরা অভিনেত্রী হিসাবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। সেরা অভিনেতা হিসাবে পুরস্কার জিতেছেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন।

জাতীয় পুরস্কার– চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে যুক্ত সকল সদস্যের কাছে এ এক স্বপ্ন। এ দিন অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এই পুরস্কার ঘোষণার অনুষ্ঠান। হাজির ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। বাংলা থেকে এবার সেরা ছবি হল শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পরিচালিত ‘কালকক্ষ’। অন্যদিকে আলিয়া ভাট ও কৃতি শ্যানন যৌথ ভাবে পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ওদিকে আবার রামচরণ অথবা জুনিয়র এনটিআর সেরা অভিনেতা নন, জাতীয় পুরস্কার উঠে এল আল্লু অর্জুনের হাতে। প্রসঙ্গত, এই প্রথম আলিয়া ভাট, কৃতি শ্যানন ও আল্লু অর্জুন পেলেন জাতীয় পুরস্কার।

‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আলিয়া ভাট এবং মিমিতে অভিনয়ের জন্য পুরস্কারে ভাগ বসিয়েছেন কৃতি শ্যানন। ব্লকবাস্টার পুষ্প: দ্য রাইজের জন্য আল্লু অর্জুন সেরা অভিনেতা নির্বাচিত হন।

তাদের তিনজন অভিনেতার জন্যই এটি প্রথম জাতীয় পুরস্কার। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেরাদের নাম ঘোষণা করা হয়। জুরি প্রধান চলচ্চিত্র নির্মাতা কেতন মেহতা ফিচার ফিল্ম পুরস্কারপ্রাপ্তদের ঘোষণা করেন।

সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। সেরা জনপ্রিয় ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির কারণে সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার উঠেছে অভিনেত্রী পল্লবী জোশীর হাতে। সেরা সহ-অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ ছবির জন্য পান এই সম্মান।

এছাড়া সেরা হিন্দি ছবি- সর্দার উধম বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। শেরশাহ পেয়েছেন বিশেষ জুরি পুরস্কার।

এক ঝলকে দেখে নিন সেরাদের তালিকা

সেরা ফিচার ছবি
রকেট্রি

সেরা জনপ্রিয় ছবি
আর আরআর

সেরা বাংলা ছবি
কালকক্ষ

সেরা হিন্দি ছবি
সর্দার উধম

সেরা সহ অভিনেত্রী
পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)

সেরা সহ অভিনতা
পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা অভিনেত্রী
আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
কৃতী শ্যানন (মিমি)

সেরা অভিনেতা
আল্লু অর্জুন (পুষ্পা)

সেরা পপুলার ফিল্ম
আরআরআর

সেরা পরিচালক
নিখিল মহাজন

নার্গিস দত্ত স্মৃতি পুরস্কার
দ্য কাশ্মীর ফাইলস

সেরা শিশুশিল্পী
ভাবিন রাবালি (চেল্লো শো)

সেরা চিত্রনাট্য
গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি

সেরা গায়ক
কাল ভৈরব (আরআরআর)

সেরা গায়িকা
শ্রেয়া গায়িকা (ইরাভিন নিজহাল)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান