বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বঞ্চিত হওয়ার কথা বললেন ফারিয়া

বিনোদন প্রতিবেদক / ১৬ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৪, ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বঞ্চিত হওয়ার কথা বললেন ফারিয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেশ কয়েকটি পদক পায় অনম বিশ্বাসের ‘দেবী’ চলচ্চিত্র। যেখানে সেরা অভিনেত্রী হন জয়া আহসান। সিনেমায় পার্শ্ব চরিত্রে ছিলেন শবনম ফারিয়া। তাঁর দাবি, দ্বিতীয় পুরস্কারটিও দেবীর ঘরে যাওয়ার কথা থাকলেও তা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী। পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম!’

তিনি যোগ করে আরও বলেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই। কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকোগনেশনই দেওয়া থেকে শুধু মাত্র মেধা, যোগ্যতা আর দক্ষতা দিয়ে, চাটুকরিতার জন্য না।’

২০১৮ সালের সেই পার্শ্ব চরিত্রে পুরস্কার পেয়েছিলেন সুচরিতা। তিনি ‘মেঘকন্যা’য় অভিনয় করে এটি পান।

অন্যদিকে দেবী চলচ্চিত্রটি ছিল ফারিয়ার প্রথম ছবি। সরকারি অনুদানের এ ছবিটির প্রযোজক জয়া আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান