সম্প্রতি ঘোষিত হয়েছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা। এ বছর আজীবন সম্মননা পাচ্ছেন অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনা। আগামী ১৪ নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন মৈত্রী বাংলাদেশ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এ তথ্য নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয় ও বিটিভির একাধিক বিশ্বস্ত সূত্র।
পূর্ণিমাও জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনার জন্য ইতোমধ্যে তিনি প্রস্তুতি শুরু করেছেন। তাঁর ভাষ্য, ‘আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে বিটিভি থেকে। আমি সম্মতি জানিয়েছি। আমার সঙ্গে উপস্থাপনা করবে ফেরদৌস। এর আগেও আমি এই মঞ্চে সঞ্চালনা করেছি। চলচ্চিত্রের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির এই অনুষ্ঠানটি আমি সব সময়ই উপভোগ করি। এখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন, আরও গণ্যমান্যরাও। চেষ্টা করব, সবার জন্য উপভোগ্য একটি অনুষ্ঠান উপহার দিতে।’
এর আগেও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন ফেরদৌস। তিনি বললেন, ‘উপস্থাপনার জন্য আলোচনা চলছে। তবে চূড়ান্ত হতে আরও দু-এক দিন লাগবে। আমি খুবই উপভোগ করব জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব পেলে। আশা করি, পূর্ণিমার সঙ্গে রঙিন ও প্রাণবন্ত একটি অভিজ্ঞতা হবে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭ ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীরা মনোনীত হয়েছেন। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এ সেরার স্বীকৃতি পেলেন তিনি।
অন্যদিকে, সেরা অভিনেত্রী হয়েছেন যৌথভাবে জয়া আহসান (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু)। আর যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ কাইউম প্রযোজিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’। ‘শিমু’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন রুবাইয়াত হোসেন।
You must be logged in to post a comment.