কাতার বিশ্বকাপের ডি গ্র“পের ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে জয়ের মধ্য দিয়েই অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত হলো। ম্যাচের ২৩ মিনিটের সময় ডিউকের দেয়া হেডে ম্যাচের একমাত্র গোলটি করে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল তিউনিসিয়া।
আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে শনিবার খেলতে নেমে তিউনিশিয়ার বিপক্ষে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে অস্ট্রেলিয়া। আর তার ফলাফল পেয়ে যায় ম্যাচের ২৩ মিনিটেই। ডিউকের দুর্দান্ত গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। কোন বাধা বিপত্তি ছাড়াই বিনা চ্যালেঞ্জে হেড দিতে সক্ষম হয় ডিউক।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কোন গোল হয়না।
বল দখলে এগিয়ে ছিল তিউনিশিয়া। গোলে শটও বেশি করেছে তিউনিশিয়া। গোলে শট করেছে তিউনিশিয়া ৪টি। বিপরীতে অস্ট্রেলিয়া ২টি। কিন্তু ফলাফলে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া।
You must be logged in to post a comment.