মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

জয়া-স্বস্তিকা মেতে উঠলেন ফটোশুটে

ফোরাম প্রতিবেদক / ৯০ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৫, ২০২৩
জয়া-স্বস্তিকা মেতে উঠলেন ফটোশুটে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

জয়া আহসান বাংলাদেশের অভিনেত্রী হলেও এখন পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও কম জনপ্রিয় নন। সেখানে তার কাজের ব্যস্ততাও দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে মিলছে কাজের স্বীকৃতিও।

আর টালিউড ইন্ডাস্ট্রির আরেক শক্তিমান অভিনেত্রী হচ্ছেন স্বস্তিকা মুখার্জিকে। দুইজন একই ইন্ডাষ্ট্রিতে কাজ করতে থাকলেও জেনে অবাক হবেন এদের একসঙ্গে সরাসরি দেখা হয়নি এতোদিন। কাজ করা তো দূরের কথা!

এই দুই অভিনেত্রীকে এবার প্রথমবার মুখোমুখি করলেন কলকাতার একটি ম্যাগাজিন। একসঙ্গে ক্যামেরাবন্দীও হয়েছেন দুজনে।

মূলত ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর ম্যাগাজিন ‘ইনডালজ’র জন্যই প্রথমবার একসঙ্গে কোনো ফটোশুটে অংশ নিলেন জয়া ও স্বস্তিকা। জয়া-স্বস্তিকার এই ফটোশুট দেখে সাধারণ ভক্ত তো বটেই, শোবিজ-সংশ্লিষ্ট মানুষও মুগ্ধতা প্রকাশ করছেন। বর্তমানে কলকাতার চেয়ে বলিউডে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বস্তিকা। অন্যদিকে জয়া আহসান কিছুদিন আগে হিন্দি সিনেমায়ও কাজ করেছেন।

এদিকে জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জীর এক ছবিটি শেয়ার করে ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকাটির জ্যেষ্ঠ সহকারী সম্পাদক শর্মিষ্ঠা ঘোষাল প্রশ্ন রাখলেন, ‘কে বললো এই সময়ে ব্রেকিং নিউজ দেয়া সম্ভব না?’-

তিনি জানান, ‘প্রথমবারের মতো অভিনয়ের দুই দেবী স্বস্তিকা মুখার্জি ও জয়া আহসানকে একসঙ্গে পেলাম আমরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন ফটোশুটের জন্য। আগামী ৩১ মার্চ ম্যাগাজিনটির বিশেষ সংখ্যায় তাদের এই ফটোশুটের বিস্তারিত গল্প উঠে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান