জয়া আহসান অভিনীত ছবি ‘দশম অবতার’ পাওয়া গেল অমিতাভ বচ্চনের এক্সের (টুইটার) দেয়ালে। স্বয়ং বলিউড শাহেনশাহ এটি শেয়ার করেছেন। তবে কারণটা সরাসরি জয়া আহসান না হলেও বিগ-বির প্রোফাইলে এখন শোভা পাচ্ছে সিনেমাটির ট্রেলার। মূলত কলকাতার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিতের সঙ্গে বেশ ভালো সম্পর্ক অমিতাভের।
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চই হোক বা অন্য কোনও অনুষ্ঠান, অমিতাভ শহরে এলে প্রসেনজিৎ চেষ্টা করেন তাঁর সঙ্গে দেখা করার। এর আগেও প্রসেনজিতের সিনেমা নিয়ে এভাবেই শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে।
এভাবেই প্রসেনজিৎ-জয়া অভিনীত ছবিটি নিয়ে দু’চার কথাও লিখেছেন শাহেনশাহ। তার ভাষ্য, ‘বুম্বা বরাবরের মতোই তোমার জন্য শুভকামনা। এবারের পূজায় ছবিটি আসছে। এটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি।’
গত ৬ সেপ্টেম্বর ‘দশম অবতার’ -এর সব চরিত্রদের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। টুকরো কোলাজে তুখোড় লুকে ধরা দেন যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যরা। সেই ঝলক দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা বড়পর্দার চমকের জন্য মুখিয়ে রয়েছেন।
প্রসঙ্গত, ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’। এই ছবিতে আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ার এটি করতে পারছেন না। সেখানে যুক্ত হয়েছেন জয়া।
You must be logged in to post a comment.