শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন

জয়ার ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে ৯ ফেব্রুয়ারি

বিনোদন প্রতিবেদক / ৬৪ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২৪
জয়ার ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে ৯ ফেব্রুয়ারি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। নুরুল আলম আতিকের এই সিনেমাটির শুটিং শেষ হলেও নানা কারণে এত দিন মুক্তি পায়নি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে সিনেমাটি আসতে চলেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

নুরুল আলম আতিকও জানিয়েছেন, ‘ছবি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। এখন প্রযোজনা প্রতিষ্ঠানই বাকি সব কিছু ঘোষণা করবে। কবে থেকে প্রচারণা শুরু করবে, কবে প্রিমিয়ার বা অন্যান্য আয়োজন করবে—সেটা তারাই বলতে পারবে। তবে ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে, আমি সেটাই জানি।’

এ সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান বলেছিলেন, ‘ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছেন, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’

শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায় সিনেমাটির। জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকে।

একই দিন ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার নতুন সিনেমা ‘ভূতপরী’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান