ভারতের গোয়ায় ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফআই) প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয় জয়া আহসানের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’।
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসরে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত আকরাম খান পরিচালিত চলচ্চিত্র নকশীকাঁথার জমিন আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড পুরস্কারের জন্যও মনোনীত হয়েছে।
জয়ার ‘নকশীকাঁথার জমিন’ পুরস্কারের জন্য মনোনীত
বাংলাদেশ থেকে একঝাঁক তারকাও গিয়েছেন এই ফেস্টিভ্যালে। তাদের মধ্যে রয়েছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরি, ইরেশ যাকের, শাহনাজ খুশি, বৃন্দাবন দাসের দুই ছেলেসহ আরও অনেকেই।
এই অনুষ্ঠানের অনেক ছবি নিজের ফেসবুক টাইমলাইনে আপলোড করেছেন জয়া আহসান।
২৫ নভেম্বরে (শুক্রবার) ভারতের এই বৃহত্তম চলচ্চিত্র আসরের মূল স্থান গোয়াতে আনুষ্ঠানিকভাবে নকশীকাঁথার জমিন-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ডের জন্য প্রথমবার বাংলাদেশের হয়ে চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে।
নকশীকাঁথার জমিন প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে দুইজন বিধবা নারী এবং চলচ্চিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি।
দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে ভূমিকায় ছিলেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাশের দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন।
চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক হিসেবে আছেন ফারজানা মুন্নী ও প্রযোজনা সংস্থা টিএম ফিল্মস।
You must be logged in to post a comment.