মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

জন্মদিনে কিরণকে নিয়ে কেক কাটলেন আমির

বিনোদন ডেস্ক / ৫৩ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৪, ২০২৪
জন্মদিনে কিরণকে নিয়ে কেক কাটলেন আমির
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আমির খানের ৫৯তম জন্মদিন আজ। বিশেষ দিনের শুরুতেই উদযাপনে মাতলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। বরাবরের মতোই তাঁর পাশে রয়েছেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও।

জন্মদিনে মুম্বাইয়েই রয়েছেন আমির। আজ (১৪ই মার্চ) সকালেই বিশেষ দিনে আলোকচিত্রীদের উপস্থিতিতে কেক কেটেছেন আমির। কেক কাটার পর কিরণকে আদর করে এক টুকরো কেকও খাইয়ে দেন আমির। কিরণও তার পর আমিরকে কেক খাইয়ে দেন। এ ছাড়াও কেক কাটার সময় আমিরের পাশে ছিল কিরণ পরিচালিত সাম্প্রতিক ছবি ‘লাপতা লেডিজ’ টিমের সদস্যরা।

‘লাপতা লেডিজ’ দর্শকদের পছন্দ হয়েছে। শুরু থেকেই এই ছবির প্রচারে অংশ নিয়েছিলেন আমির। প্রাক্তন স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পরে ২০০৫ সালে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। দু’জনেই কাজপাগল, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে হঠাৎই বিচ্ছেদ তাদের। যদিও একসঙ্গে কাজ করছেন তাঁরা। আমির-কিরণের সমীকরণ ইন্ডাস্ট্রির সিংহভাগের কাছেই ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

বছর দুয়েক আগে আমির অভিনীত ‘লাল সিংহ চড্ডা’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনেতা। কিন্তু সম্প্রতি তিনি ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’-এর শুটিং শুরু করেছেন। শোনা যাচ্ছে, এই ছবিতে অতিথিশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন আমির।

সন্ধ্যায় অনুরাগীদের ধন্যবাদ জানাতে লাইভে আসবেন বলে জানিয়েছেন আমির। এ দিকে ইন্ডাস্ট্রির একাংশের অনুমান, আমির নতুন কিছু ঘোষণাও করতে পারেন। আপাতত আমিরের অপেক্ষায় ঘড়ি দেখছেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান