বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

জন্মদিনে আদর আজাদকে লিপস্টিক উপহার

ফোরাম প্রতিবেদক / ৯২ জন দেখেছেন
আপডেট : মে ১২, ২০২৩
জন্মদিনে আদর আজাদকে লিপস্টিক উপহার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নিজের জন্মদিনে উপহার হিসেবে নতুন সিনেমা পেলেন সময়ের আলোচিত চিত্রনায়ক আদর আজাদ। ঈদুল ফিতরের মুক্তিপ্রাপ্ত ‘লোকাল’ সিনেমা দিয়ে নতুন করে সবার দৃষ্টি কাড়েন ‘তালাশ’‘যাও পাখি বলো তারে’ খ্যাত এই অভিনেতা।

একাধিক সিনেমার আলাপ চূড়ান্ত হয়েছে আগেই। তবে ১০ মে আদর আজাদের জন্মদিনে স্মার্ট মাল্টিমিডিয়া ও পরিচালক কামরুজ্জামান রুমানের পক্ষ থেকে চমক হিসেবে ‘লিপস্টিক’ নামের নতুন সিনেমার ঘোষণা এলো।

স্মর্টি মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। সিনেমায় আদর আজাদের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। এর আগে এই অভিনেত্রী শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছেন। যেটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, আমি সত্যিই সারপ্রাইজড। স্মার্ট মাল্টিমিডিয়া ও কামরুজ্জামান রুমান ভাই চমকে দিয়েছেন। জন্মদিনে অনেক রকম গিফট পেয়েছি। কিন্তু এই গিফটি আমার কাছে অন্যরকম স্পেশাল।’

‘লিপস্টিক’ সিনেমার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ দর্শনা বণিক নিজেই। তিনি বলেন, ‘চুক্তি হয়েছে। খুব শীঘ্রই শুটিং শুরু হবে বলে জেনেছি। বাংলাদেশের প্রেক্ষাগৃহে আবার দেখা হবে দর্শকদের সঙ্গে ভাল একটা কন্টেন্ট নিয়ে।’

সিনেমার পরিচালক কামরুজ্জামান রুমান বলেন, লোকাল এ আদর আজাদের অভিনয় এবং লুক দেখেই আমি, আমার প্রযোজক ও রাইটারের পছন্দ হয়ে যায়। তারপর অ্যাকশন-থ্রিলার ঘরানার লিপস্টিক সিনেমার জন্য তারপর কথা-বার্তা এগুতে থাকে। এর ভেতর নায়িকাও চূড়ান্ত হয়ে যায়। শেষমেষ আদর আজাদের জন্মদিনে তাকে সাইন করানোর পরিকল্পনা করি।’

সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের শুরু থেকেই লিপিস্টিক সিনেমার শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।

উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আদর আজাদ অভিনীত লোকাল সিনেমাটি ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শক চাহিদার ফলে প্রতি সপ্তাহেই হল সংখ্যা বেড়েই চলেছে এবং সিনেমাটি হিট পওয়ার পথে এগিয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান