চলে গেলেন মার্কিন অভিনেতা ড্রেক হগস্টেইন। তার বয়স হয়েছিল ৭০ বছর। ‘ডেইজ অব আওয়ার লাইভস’ ধারাবাহিকে ‘জন ব্ল্যাক’ চরিত্রটিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) ছিল অভিনেতার জন্মদিন। তার আগের দিন শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। দীর্ঘ ৩৮ বছর ধরে টেলিভিশন ধারাবাহিক ‘ব্ল্যাক’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে শো-এর তরফ থেকেই।
ড্রেক হগস্টেইনের পরিবার থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ‘ডেইজ অব আওয়ার লাইভস’ অভিনেতা ড্রেক হগস্টেইন আর নেই। তার বয়স হয়েছিল ৭০। দীর্ঘদিন ধরে তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন। বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুর সময় অভিনেতার পাশে তার প্রিয়জনেরা ছিলেন।
‘ডেইজ অব আওয়ার লাইভস’-এর প্রযোজক কেন কর্ডে গণমাধ্যমকে বলেছেন, অভিনেতার প্রয়াণ সকলের জন্যই কষ্টের। তাকে কতটা মনে পড়বে তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের শো-তে তার প্রভাব ছিল ব্যক্তিগত এবং পেশাগত দুই ভাবেই। তার অভাব কখনো পূরণ হবার নয়। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহ-শিল্পীরা।
You must be logged in to post a comment.