শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখলেও এখন তিনি সিনেমার নায়িকা। ‘পোড়ামান-২’ সিনেমার মাধ্যমে প্রথম নায়িকা হিসেবে বড় পর্দায় হাজির হন। বলা হচ্ছে হালের দর্শকপ্রিয় অভিনেত্রী পূজা চেরির কথা। শনিবার (২০ আগস্ট) তার জন্মদিন।
জন্মদিন প্রসঙ্গে পূজা বলেন, ‘রাত ১২টার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় পাচ্ছি। রাতে পরিবার নিয়ে একটি কেক কেটেছি। তবে আমার একবার ইচ্ছে আছে বড় আয়োজন করে জন্মদিন পালন করার।’
পূজা নিজের ফেসবুকে জন্মদিনের কেক কাটার ছবি ও ভিডিও শেয়ার করেন। এইদিন তাকে শুভেচ্ছা জানানো সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আজকের এই দিনে ২০০০ সালে খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন জয়িতা রায় পূজা। তবে সবাই তাকে চেনে পূজা চেরি নামেই। তাইতো পূজা চেরির নাম নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
জানা যায়, জন্মের পর পূজা এতই সুন্দরী ছিলেন যে, তাদের গুরুদেব তার নাম দেন চেরি। গুরুদেব থাকতেন জাপানে। সেখানকার চেরি ফুলের সৌন্দর্য নজর কাড়ে সকলেরই। সেই সূত্রেই পূজার সঙ্গে জুড়ে যায় চেরি।
‘পোড়ামান-২’ সিনেমার মাধ্যমে প্রথম নায়িকা হিসেবে বড় পর্দায় হাজির হন পূজা। যদিও তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
You must be logged in to post a comment.