সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

জনি ডেপকে প্রাণে মারতে চেয়েছিলেন সাবেক স্ত্রী?

ফোরাম প্রতিবেদক / ১৯০ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২২
জনি ডেপকে প্রাণে মারতে চেয়েছিলেন সাবেক স্ত্রী?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

জনি ডেপকে প্রাণে মারতে চেয়েছিলেন সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড। হলিউড সুত্রে এমনই চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে এসেছে। মাত্র ১৫ মাসের বিবাহিত জীবনে অভিযোগ আর পালটা অভিযোগে একে অপরে বিঁধেছেন। একদিকে যেমন সুত্র বলছে অ্যাম্বার হার্ড জনিকে মারতে চেয়েছিলেন, ঠিক উলটোটাই দাবি করেছিলেন খোদ অ্যাকোয়াম্যান খ্যাত অভিনেত্রী।

বিবাহ বিচ্ছেদ হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে। কিন্তু, জনি ডেপ ও অ্যাম্বর হার্ড-এর আইনি লড়াইটা চলছিল। ১৫ মাসের বিবাহিত জীবনকে ঘিরে কম তরজা হয়নি পেজ থ্রি-র খবরে। আদালতে ডিভোর্স হয়ে যাওয়ার পর একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় জনি ডেপ তাঁর স্ত্রীকে মারধর করতেন। জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন অ্যাম্বর। দীর্ঘ আইনি লড়াই এর পর জনির পক্ষে রায় দিয়েছে আদালত। স্বল্প দিনের বিবাহিত জীবনে একে অপরের প্রতি অভিযোগ আর পালটা অভিযোগ!! জনি ডেপ নাকি অ্যাম্বার হার্ডকে প্রাণে মারতে চেয়েছিলেন। এক বিবৃতিতে সেই কথা নিজের মুখে জানিয়েছিলেন হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। অন্যদিকে ঘনিষ্ঠ সুত্রের খবর, অ্যাম্বর হার্ডই নাকি জনিকে মেরে ফেলতে চেয়েছিলেন।

হলিউডের ঘনিষ্ঠ সুত্রের খবর, “হলিউডের সকলেই অ্যাম্বারের হিংস্মাতক মনোভাবের কথা জানে। দুর্ভাগ্যবসত সেই কথা জনি ডেপও জানতেন। তিনি বুঝেছিলেন অ্যাম্বারের এই মানসিকতা তাঁকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। তিনি অ্যাম্বারে মুখোমুখি হতে চাইতেন না। শুধু পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করতেন। জীবনের এই অশান্তি থেকে দূরে থাকতে মাদক আর মদের নেশায় বুঁদ হয়ে থাকতেন জনি।”

সুত্রের আরও দাবি, “আদালতের মামলা মিটে যাওয়ার পর অ্যাম্বারের পুরনো কেচ্ছা আর বর্তমানের যাবতীয় ঘটনা যতটুকু প্রকাশ্যে এসেছে হলিউডের কাছে তা যথেষ্ঠ।” অ্যাকুয়াম্যানের অভিনেত্রী অ্যাম্বার হার্ড আদালতে দাঁড়িয়ে জনি ডেপের বিরুদ্ধে শারীরির নিগ্রহের অভিযোগ এনেছিলেন। যদিও সেই মামলা ধোপে টেকেনি। শেষ হাসি হেসেছেন জনি। কিন্তু, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আরও ঘোরতর অভিযোগ করেছিলেন অ্যাম্বর। হলিউড অভিনেত্রীর দাবি, জনি তাঁকে প্রাণে মারতে চেয়েছিলেন। শরীরকে ব্যবহার করেই নিজেকে রক্ষা করেছিলেন।

মানহানির মামলায় হেরে যাওয়ায় জনি ডেপকে ১০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বার হার্ডকে। নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ওই টাকা জোগাড় করার চেষ্টা করে চলেছেন অ্যাম্বার। এবার ১.০৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে নিজের ক্যালিফোর্নিয়া ডেসার্টের বাড়ি বিক্রি করে দিয়েছেন অ্যাকোয়াম্যান খ্যাত অভিনেত্রী।

১৫ মাসের বিবাহিত জীবন জনি অ্যাম্বরের আদালতে ডিভোর্স হয়ে যাওয়ার পর একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় জনি স্ত্রীকে মারধর করতেন। সেই কারণে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ এবং ‘ফ্যানটাস্টিক বিস্টস’-এর মতো বিখ্যাত সিরিজ থেকে সরিয়ে দেওয়া হয় জনিকে। পরে অবশ্য ডিজনির তরফে জনির কাছে ক্ষমাপ্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান