সালমানের গ্যালাক্সির ঘটনার মতোই গুলি চললো কানাডার জনপ্রিয় র্যাপার ড্রেকের বাড়ির বাইরে, আহত অবস্থায় হাসপাতালে নিরাপত্তারক্ষী। এই ঘটনার সময় ড্রেক সুরক্ষিত রয়েছেন। তবে ঘটনার সময় ড্রেক নিজের বাড়িতে ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। তবে তার বাড়ির নিরাপত্তারক্ষীর বুকে এবং শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে, তার পরিস্থিতি আশঙ্কাজনক। ঘটনার পর দুষ্কৃতিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে হিন্দুস্তানি টাইমস।
কিছুদিন আগেই মুম্বইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালনার ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। কিছুটা ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে কানাডার টরোন্টোয়। সেখানে মঙ্গলবার দুপুরে র্যাপার ড্রেকের বাড়ির বাইরে চলেছে গুলি। গুলির ঘটনার পর থেকে নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে ড্রেকের প্রাসাদ। গাড়ি করে এসে গুলি চালিয়ে চোখের নিমেষে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
টরন্টোর পুলিশ ইন্সপেক্টর পল ক্রাওকেজি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, হামলায় আহত নিরাপত্তারক্ষী এখনো হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনা নিয়ে ড্রেকের বক্তব্য পাওয়া যায়নি।
কয়েক দিন আগে ড্রেকের সঙ্গে আরেক র্যাপার কেন্ড্রিক লামারের দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল বিশ্বসংগীত। লামার তার গানে ড্রেকের সমালোচনা করেন। গানের মাধ্যমে ড্রেককে মাদকাসক্ত, জুয়াখোর বলে তীব্র আক্রমণ করেন লামার।
এখানেই শেষ নয়, র্যাপার কেন্ড্রিক লামারের দাবি, ড্রেক এক সন্তানের বাবা সেটা গোপন রেখেছেন। ব্যক্তিগত ঝামেলার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো সংযোগ আছে কি না, তা-ও তদন্ত করছে পুলিশ।
৩৭ বছর বয়সী ড্রেক এ পর্যন্ত পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে এই গায়কের।
You must be logged in to post a comment.