চলচ্চিত্র উৎসবে অংশ নিতে স্পেন গিয়েছেন মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ নামের ছবিটি স্পেনের সিনেমা জোভ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। আর এই ফাঁকে সেখানকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
শুক্রবার ( ১ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুকে কিছু শেয়ার করেন বাঁধন। ছবিতে দেখা যায় স্পেনের ভ্যালেন্সিয়া্র রাস্তায় পিঙ্ক রঙের টি শার্ট আর শর্ট প্যান্ট পরে নিজের সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। তাকে দেখে মনে হচ্ছে বেশ খোশমেজাজেই আছেন তিনি।
স্পেন যাওয়ার আগে বাঁধন এই প্রসঙ্গে বলেছিলেন, ‘আমার অভিনীত সিনেমা বিদেশের কোনো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, এটি অবশ্যই সম্মান ও আনন্দের বিষয়। এছাড়া বাংলাদেশি সিনেমার জন্যও একটি অর্জন এটি।’
প্রসঙ্গত, গত বছর কান চলচ্চিত্র উৎসবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘রেহানা মরিয়ম নূর’ নামের সিনেমাটি প্রদর্শনের পর থেকেই বাঁধনের বৃহস্পতি তুঙ্গে।
You must be logged in to post a comment.