বেশ কয়েক মাসের বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরছে তুমুল জনপ্রিয় ভারতীয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। হাস্যরসাত্মক এই অনুষ্ঠানের প্রাণভোমরা কপিল শর্মা নিজেই দিয়েছেন এ ঘোষণা।
রোববার (২১শে আগস্ট) নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন কপিল শর্মা। সেই সঙ্গে লেখেন, ‘নতুন সিজন, নতুন লুক’। হ্যাশট্যাগ হিসেবে লেখা ‘কামিং সুন’। যদিও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
‘দ্য কপিল শর্মা শো’র অন্যতম সদস্য অর্চনা পুরাণ সিং। নতুন সিজনের ইঙ্গিত তিনিও কিছুদিন আগে দিয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, অনুষ্ঠানের প্রোমো ভিডিউর শুটিং করছেন।
উল্লেখ্য, ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডি টিভি শো ‘কপিল শর্মা শো’। মাঝে কয়েক মাস অনুষ্ঠানটির প্রচার বন্ধ ছিল। কারণ কপিল শর্মা তার টিম নিয়ে ছিলেন ইউরোপ ট্যুরে।
You must be logged in to post a comment.