হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির একমাত্র ছেলে রাজ্য। রোববার বিকেল ৫টা ৩৫ মিনিটে চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। একটি হাসপাতালের লোকেশনের ছবিও পরীমণি ওই স্ট্যাটাসে ভক্তদেরকে শেয়ার করেন।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, রাজ্য অসুস্থ। এ লেখার পরই পরী জুরে দিয়েছেন মন খারাপ আর কান্না করা একটি ইমোজি।
তিনি যে লোকেশনের ছবি দিয়েছেন তা ঢাকার এভারকেয়ার হসপিটাল। পরে খবর নিয়ে জানা যায় ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে পরীর আদরের ছেলে রাজ্যকে।
তার স্ট্যাটাসটি পোস্টের সঙ্গে সঙ্গেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভরসা পেয়েছেন পরীমণি। তবে ছেলে রাজ্যের ঠিক কী হয়েছে সে বিষয়ে ভক্তদেরকে তেমন কোনো তথ্য জানাননি জনপ্রিয় এ নায়িকা।
You must be logged in to post a comment.