বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

ছেলে অভিষেক নয়, মেয়ে শ্বেতাই সব: জয়া

বিনোদন ডেস্ক / ৪৭ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২৪
ছেলে অভিষেক নয়, মেয়ে শ্বেতাই সব: জয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বচ্চন পরিবারের অশান্তির খবর নতুন নয়। গত কয়েক মাস ধরেই বলিউড পাড়ায় জোর গুঞ্জন চলছে। তবে এতদিন পারিবারিক বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি কেউ-ই। কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারলেন না জয়া বচ্চন। নাতনি নব্যা নভেলি নন্দার শোয়ে এসে ঘোষণা করে দিলেন, ছেলে অভিষেক নয়, মেয়ে শ্বেতা বচ্চনই তাঁর কাছে বেশি আপন।

বলিউড পাড়ার অন্যতম জনপ্রিয় ফিল্মি পরিবারে ভাঙনের আঁচ। বচ্চন পরিবারে সদস্যদের নাকি একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছে না একেবারেই। গত কয়েক মাস সরগরম এই খবরে। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি খুবই খারাপ সম্পর্ক যাচ্ছে ঐশ্বর্যার, এমন গুঞ্জনও শোনা গিয়েছে বহু বার। গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন। এমনকি, এখন নাকি অভিষেকের সঙ্গেও অশান্তি তুঙ্গে।

এবার নাতনির শো ‘হোয়াট দ্য হেল নব্যা’ শোয়ে এসে পরিবাররে অন্দরের কথা মুখে ফস্কে বলেই দিলেন জয়া! আসলে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শোয়ের নতুন সিজন। সেখানেই মা ও দিদিমার সাক্ষাৎকার নিচ্ছিলেন নব্যা। তবে বেশির ভাগটাই চুপ করেই কাটান শ্বেতা। বেশির ভাগ কথাই বলেছেন জয়া। কিন্তু মা শ্বেতা চুপচাপ কেন, জানতে চান নব্যা। তাতেই শ্বেতা জানান, দিদিমা-নাতনি যে বিষয়ে কথপোকথন চালাচ্ছেন সেই সম্বন্ধে বিশেষ কোনও ধারণা নেই।

যদি দর্শক মূর্খ ভাবেন সেই কারণেই এমন মৌনতা। তবে মেয়ের আত্মবিশ্বাসের এমন অভাব দেখে সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দেন জয়া। তিনি বলেন, ‘‘শ্বেতা খুবই বুদ্ধিমতী, ওঁর মতামতের গুরুত্ব রয়েছে। আমি শ্বেতার থেকে যতটা শক্তি পাই, ততটা অভিষেকের থেকে পাই না। শ্বেতাই আমার শক্তি।’’ জয়ার মেয়েকে নিয়ে এমন মন্তব্যের পরই শুরুর হয়েছে জল্পনা। তবে কি অমিতাভ-ঘরনি নিজের অজান্তেই অন্দরের সত্য প্রকাশ্যে এনে ফেললেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান