যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ছেলের হাতে খুন হন ভ্যালেরি লান্ডিন। তিনি ‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলির স্ত্রী। গেল মঙ্গলবার এই ঘটনা ঘটে।
এ ঘটনায় তাদের ছেলে ৩০ বছর বয়সী ক্যামেরন এলিও পুলিশের গুলিতে নিহত হন। পুলিশ জানায়, তারা ৯১১ নম্বরে বারবারার কাউন্টি শেরিফের দপ্তরে একটা জরুরি ফোনকল পেয়ে ছুটে যায় ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার হোপ রাঞ্চের একটা বিলাসবহুল বাড়িতে।
ঘটনার সময় রন বাড়িতে ছিলেন। ৮১ বছর বয়সী রন এলি নিরাপদে আছেন বলে জানিয়েছে পুলিশ। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।
ষাটের দশকে সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজগুলোর একটি ‘টারজান’। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি নেটওয়ার্কে প্রচারিত হয়।
অভিনয়শিল্পী ও লেখক রন এলি ১৯৮০ সালে ‘মিস আমেরিকা’ অনুষ্ঠান উপস্থাপনা করেন। ১৯৮১ সালে ‘মিস ফ্লোরিডা’ ভ্যালেরি এলিকে বিয়ে করেন তিনি। এই দম্পতির তিন সন্তান। এক ছেলে ও দুই মেয়ে।
You must be logged in to post a comment.