মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

ছেলের নাম পরিবর্তন করলেন পরীমণি

ফোরাম প্রতিবেদক / ১১৭ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৭, ২০২৩
ছেলের নাম পরিবর্তন করলেন পরীমণি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কয়েকদিন পর ১০ আগস্ট এক বছর পূর্ণ হতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর। গত বছরের ১০ আগস্ট জন্ম হয় তার। ছেলে জন্মের পর তাকে নিয়েই নানা ব্যস্ততায় সময় কাটাচ্ছেন নায়িকা।

অভিনেতা শরিফুল ইসলাম রাজের সঙ্গে দাম্পত্যজীবনে একমাত্র সন্তান আসার পর ইসলামি শরিয়াহ অনুযায়ী আকীকা করেন তারা। ছেলের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য। কিন্তু ছেলের এক বছর পূর্ণ হওয়ার ক’দিন আগে দেখা গেল—ছেলের নাম বদলে ফেলেছেন নায়িকা মা।

সোমবার (০৭ আগস্ট) জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে পরীমণির ছেলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। সেখানে প্রযোজক ক্যাপশনে লেখেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কি? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশআল্লাহ্।’

জাজ কর্ণধারের পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা নজর কাড়ে নেটিজেনদের। অন্য সবার মতো পোস্টটিতে দৃষ্টি পড়ে নায়িকা পরীমণির। তিনি সেই পোস্টে মন্তব্য করে ছেলের পুরো নাম লেখেন।

পরীমণি মন্তব্যের ঘরে লেখেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। ছেলের নামে আগে যেখানে ‘রাজ্য’ উল্লেখ ছিল সেখানে এখন ‘পদ্ম’ লিখছেন তিনি। অর্থাৎ, ‘রাজ্য’ নাম ব্যবহার করতে চান না অভিনেত্রী।

যদিও এর আগে কয়েকবার ছেলেকে পদ্ম বলে ডাকতে শোনা গেছে পরীমণিকে। তখন ধারণা করা হচ্ছিল, মা হিসেবে ভালোবাসার জায়গা থেকে ছেলেকে এই নামে ডাকেন তিনি। তবে এদিনের মন্তব্যের পর সবার ধারণা—ছেলের নাম থেকে ‘রাজ্য’ অংশ ছেঁটে ফেলেছেন। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও মনে করছেন স্বামী রাজের সঙ্গে ক্ষোভ থেকে ছেলের নামে পরিবর্তন এনেছেন পরীমণি।

এদিকে এ ব্যাপারে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি পরীমণির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান