ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি গত ২৮ মার্চ পুত্রসন্তানের মা হয়েছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই দিন রাত ১১টা ২০ মিনিটে সন্তান জন্ম দেন অভিনেত্রী।
এদিকে সন্তান জন্মের সাত দিনের দিন ছেলের নাম প্রকাশ করলেন অভিনেত্রী। নাম রেখেছেন ‘মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার’। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ছেলের নাম জানান নায়িকা।
‘অগ্নি’ খ্যাত নায়িকার এ পোস্টে মন্তব্য করেছেন ইন্ডাস্ট্রির তারকারা। সেখানে অনেকেই মাহির ছেলের জন্য শুভ কামনা জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।
You must be logged in to post a comment.