ছেলে শেহবাজ খান বীরের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। রোববার (দোসরা অক্টোবর) ছেলে বীরের দু’টি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দোয়া চান বুবলী। ছবিতে দেখা যায়, মাথায় সাদা টুপি, গায়ে পাঞ্চাবি আর কটি পরা শিশু বীর সামনে উপরের দিকে উৎসুক চোখে তাকিয়ে আছে।
শাকিব খানের বিরুদ্ধে বিদেশী নারীকে ধর্ষণের অভিযোগ !
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। দয়া করে তাকে প্রার্থনায় রাখুন। এরই মধ্যে এই পোস্টের নিচে ১২ হাজার লাইক আর দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেন বুবলী। এরপরই শুরু হয় গুঞ্জন। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই অভিনেতা শাকিব খানের নাম। পরেই শাকিব ও বুবলী যৌথ বিবৃতিতে তাদের সন্তান জন্মদানের খবর প্রকাশ করেন।
You must be logged in to post a comment.