সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। কখনও ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেন, আবার কখনও বা প্রতিবাদী হয়ে উঠেন তিনি। এবার বাবাদের নিয়ে আবেগঘন বার্তা দিলেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বড় ছেলে শাফকাত আসিফ রণ ও তার স্ত্রী ইসমত শেহরীন ঈশিতার একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন আসিফ।
পোস্টে লেখেন, ‘বাবার কাছে টাকা থাকলে সন্তানের জন্মদিন পালিত হয় ঘটা করে, টাকা না থাকলে সন্তানের কাছে কঠিন অবয়ব ধারণ করে নিজের কাছ থেকেই পালিয়ে বেড়ায় সেই বাবাটাই।’
বড় ছেলে শাফকাত আসিফ রণ তার সাতাশটি বসন্ত অতিক্রম করে ফেলল উল্লেখ করে আসিফ লেখেন, ‘সে সস্ত্রীক কানাডায় থাকে।বেগম সালমা আসিফ এবং মেয়ে আইদাহ্ আবুধাবি থেকে টরন্টোর পথে। আমি আছি স্পেনে, ছোট ছেলে শাফায়ত রুদ্র ঢাকায় ব্যস্ত তার অনার্স ফাইনাল নিয়ে।’
‘সংগ্রামী সময়ে জন্মদিনের আনন্দ আর সফল সময়ের জন্মদিনের আনন্দে সৃষ্টি হয়ে যায় যোজন যোজন দূরত্ব।’ আসিফ বলেন, ‘আনন্দ করার সামর্থ্য হলে একত্রিত হওয়ার সক্ষমতা হারিয়ে যায় সময়ের অতলে। প্রতিটি যাপিত জীবনে চলতেই থাকে এইসব দিনরাত্রি সিরিয়াল। শুভ জন্মদিন শাফকাত আসিফ রণ। আনন্দে বাঁচো বাবা। ভালোবাসা অবিরাম।’
পোস্টটি করার পর এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। তারাও জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন রণকে।
You must be logged in to post a comment.