কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ঢালিউড তারকা দম্পতি চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। ভর্তিও করাতে হয় হাসপাতালে। অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রাজ্য। বুধবার (১৯ জুলাই) রাতে পরীমনি তার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পদ্মকে কত ভালোবাসেন ও বড় হলে আমি সবার কথা বলবো একদিন। ‘
বেশ কয়েকদিন আগে রাজ্য জ্বরে আক্রান্ত হয়। ছেলেকে নিয়ে হাসপাতালে একাই সব করেছেন পরী। এদিকে, ছেলেকে নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রাজ্যর বাবা শরিফুল রাজ। কারণ ছেলের এমন অসুস্থতার দিনেও তিনি কাছে ছিলেন না।
তবে মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে ছেলে রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখ বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বাকে একশ কোটি চুমু দিও। ’
You must be logged in to post a comment.