চট্টগ্রামে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করলেন অভিনেতা আফরান নিশো। শনিবার (১ এপ্রিল) নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র শুটিং করছিলেন নিশো। এক ফাঁকে অংশ নিলেন চট্টগ্রামের একটি ইফতার আয়োজনে। এদিন দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগে প্রায় ১২শ অসহায় ও ছিন্নমূল মানুষকে ইফতার করানোর আয়োজন করা হয়েছে। শুটিং সেট থেকে সেখানে গিয়ে নিজ হাতে ছিন্নমূল মানুষদের মাঝে নিজ হাতে ইফতার বিতরণ করেন এই অভিনেতা।
অসহায় এই মানুষদের নিজ হাতে ইফতার খাওয়ানোর অনুভূতি জানিয়ে নিশো বললেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই সাধারণ একজন। নিজেকে অসাধারণ মানুষ মনে করি না। আমরা কখনোই চাই না বৈষম্য বাড়াতে। আমাদের ধর্ম বলুন কিংবা সামাজিকভাবেও বলা হয় যে, সবাই মিলেমিশে থাকি। সুতরাং এত বিভাজন আমি নিজেও পছন্দ করি না।’
তিনি আরও বলেন, ‘আজকে অনেক সাধারণ মানুষের মাঝে এসে ভালো লাগছে। এই উদ্যোগটা আসলেই ভালো। আর বিদ্যানন্দ এমন একটা প্রতিষ্ঠান, যেখানে আসতে কোনও আবেদন করতে হয় না। সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষের সব কিছু হয়ে যাচ্ছে। এটা চমৎকার উদ্যোগ। আর অনেক দিন পর আমি অনেকগুলো প্লেটে খাবার বেড়ে দিচ্ছি। এটাও অনেক সুন্দর অভিজ্ঞতা। দিনশেষে নিজেকে অনেক সাধারণ মনে হচ্ছে। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, বাড়তি পাওয়া আছে।’
গত মাসের শেষ দিকে চট্টগ্রামে ‘সুড়ঙ্গ’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। এই ছবিতে আফরান নিশোর সঙ্গে জুটি হয়েছেন তমা মির্জা। ছবিটি নির্মাণ করছেন রায়হান রাফী।
You must be logged in to post a comment.